একজন মানুষ আর একজন

একজন মানুষ আর একজন

পশুর মাঝে পার্থক্য কি জানেন! মনুষ্যত্ববোধ। একজন বিবেকবান মানুষ-ই কেবল একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বাড়িয়ে দেয় তার দিকে সাহায্যের হাত।

নির্লিপ্ত এই পৃথিবীতে ক্রমশ আমরা যান্ত্রিক হয়ে পড়ছি। আবেগ, অনুভূতিগুলোকে বন্ধি করছি শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ভাবছি আমরা অনেক এগিয়ে যাচ্ছি! পৃথিবীতে যা হয় হোক আমি আর আমার পরিবার তো ভালো আছি! আসলেই কি তাই ? সমাজ বদ্ধ এই পৃথিবীতে আসলেই কি এভাবে ভালো থাকা যায়?

পৃথিবীতে জন্মগ্রহন করলেই মানুষ হওয়া যায় না। নিজেকে মানুষ হিসেবে ভাবতে ও শিখতে হয়, নিজের ভেতরের মানুষটিকে জাগিয়ে তুলতে হয়। কর্পোরেট এই পৃথিবীতে নিজেকে ট্যাগিং করার আগে একটু চিন্তা করুন আপনি কি করতে যাচ্ছেন!!!

এ দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কি দিতে পেরেছি আমাদের এ দেশকে? এ সমাজকে? আমি একজন জনপ্রতিনিধি হয়ে নিজের তাড়িত আবেগ হতে অসহায় এ মানুষগুলোর কল্যানে সাহায্যের হাত বাড়িয়ে দেই। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর চাইতে জীবনের স্বার্থকতা আর কি আছে! যতদিন বেঁচে থাকবো ততদিন আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার অসহায় ও দুস্থ মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো।

জয়বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় হোক জননেত্রী শেখ হাসিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *