ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোনার হরিণ ধরতে এসে,
চিরবিদায় নিলেন প্রবাসে।
ছোট্ট ভাইটাকে পড়াশুনা করাবে,
বোন দুটিকে বিয়ে দিবে,
মা বাবাকে হজ্ব করাবে,
একটি পাকা বাড়ী করবে।
এইতো বেশীরভাগ প্রবাসীর মনের ভিতরে এই লুকায়িত স্বপ্নটা থাকে।
দুঃখটা হল,কারো কাছে নীজের হিসেবটা থাকেনা।
জেদ্দায় লোহাগাড়ার মন্টু ও সাতকানিয়ার ওসমান নামে দুই জন প্রবাসী স্টোক করে মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মন্টু ভাইয়ের বাড়ী লোহাগাড়া, আর ওসমানের বাড়ী সাতকানিয়ায়।
আমরা প্রবাসীরা গভীরভাবে শোকাহত,
শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।
রাব্বুল আলমীন এই দুইভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও।