চরফ্যাশনে ০৭ টি ডায়াগনস্টিক সেন্টার

চরফ্যাশনে ০৭ টি ডায়াগনস্টিক সেন্টার


সারা দেশের ন্যায় স্বাস্থ্য
অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব আল নোমান এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার সবগুলো ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ডাক্তার নাহিদ হাসান, মেডিক্যাল অফিসার, চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লক্সে।

উক্ত সফল অভিযানে মোট ০৭ টি ডায়াগনস্টিক সেন্টার পুরোপুরি সিলগালা করা হয়েছে। সেগুলো হচ্ছে-
১.শশীভূষণ থানা: আঞ্জুর হাট ডায়াগনস্টিক সেন্টার।
২. দুলারহাট থানা: পপুলার ডায়াগনস্টিক।
৩. দক্ষিণ আইচা থানা: ফ্যাশন ডায়াগনস্টিক।
চরফ্যাশন পৌর শহরের:
৪. জেনারেল ডায়াগনস্টিক সেন্টার।
৫. আদর্শ ডায়াগনস্টিক সেন্টার।
৬. আফিয়া ডায়াগনস্টিক সেন্টার।
৭. ভোলা চক্ষু সেন্টার।

এছাড়াও লাইসেন্স এর আবেদন প্রক্রিয়াধীন থাকায় আরো চারটি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক কে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেগুলো হচ্ছে-
👉এস টি এস ডায়াগনস্টিক সেন্টার।
👉প্যারাডাইস ডায়াগনস্টিক।
👉ইকরা ডায়াগনস্টিক ও হাসপাতাল।
👉নাজমা ডায়াগনস্টিক ও হাসপাতাল

পরবর্তীতে এসব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান বজায় আছে কিনা সে বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *