সত্যের খোঁজে আমরা আমরা অতি দুঃখের সহিত জানাইতেছি যে,
উত্তর জয়নগর, ৭নং ওয়ার্ড, মিয়ার হাট বাজার সংলগ্ন, মকবুল আহম্মেদ হাজী বাড়ীর, মোঃ ফরিদ মিয়ার বড় ছেলে মোঃ হাসিম, গত বুধবার রাত ৫টা সময়, ঢাকা (বারডেম-ICU) হাসপাতালে ইন্তেকাল করেছন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭 আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করে ! সত্যিই মিস করবো তোমাকে হাসিম ওপরে ভালো থেকো দোয়া রহলো।