অবশেষে কুলাঙ্গার সেই দুইবদমাশ কে আটক করল

অবশেষে কুলাঙ্গার সেই দুইবদমাশ কে আটক করল

পুলিশ👉ধন্যবাদ পুলিশ প্রশাসন কক্সবাজার “”📝 এবং সবাই শেয়ার করবেন-প্রত্যক্ষ দোষীদের কঠিনতম শাস্তি দাবি জানাচ্ছি।

📝বখাটে কর্তৃক বোনকে ইভটিজিং, ভাইয়ের প্রতিবাদ অতঃপর ভাই ও বোনকে নির্যাতন, ঘটনা ভাইরাল। জেলা পুলিশের তৎপরতায় নির্যাতনকারী দুই বখাটে গ্রেফতার।

গত ৩১/০৫/২০২২ খ্রিঃ তারিখ ভিকটিম মোনাফ (১৯), পিতা-মৃত হাবিব উল্লাহ, তার বোন অপর ভিকটিম নাফিজা আক্তার রিনা(১৮)’কে নিয়ে তাদের পুরাতান বাড়ী কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল হতে নিজ বাড়ীতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাধের রাস্তার উপর সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় পৌছালে স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। ভাই মোনাফ (১৯) ইভটিজিং এর প্রতিবাদ করলে অভিযুক্ত বখাটেরা তাকে সহ তার বোনকে বেধরক মারধর ও বোনকে শ্লীলতাহানী করে।

গত ১১/০৬/২০২২ খ্রিঃ তারিখ ভাই ও বোনকে প্রকাশ্যে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় জেলা পুলিশের একাদিক টিম নির্যাতনকারী বখাটেদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে অভিযুক্ত বখাটে ১। রায়হান(২০), পিতা-সুরত আলম, সাং-মনুপাড়া, খুরুশকুল, ২। মোঃ আরমান (২০), পিতা-নুরুন্নবী, সাং-কুলিয়া পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এ ব্যাপারে অদ্য ১২/০৬/২০২২ খ্রিঃ তারিখ ভিকটিমের মা হাফেজা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *