তিনি কি ক্রিকেট বোর্ডের কেউ? তিনি কী খেলোয়াড়? নাকি অভিনেতা? অভিনেতা হলে খেলোয়াড়দের কাছে কেনো? আবার ক্রিকেটের লোক হলে টিভি পর্দায় কেন?
Ans._ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খেলোয়াড়দের আপ্যায়ন ও বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর কমিটিতে জায়গা হলো ওয়াসিম খানের। সেই শুরু থেকে গত ৩৩ বছর ধরে এই স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে আছেন ওয়াসিম খান। দেশী- বিদেশী রিসিভ করার জন্য, দেশের বাইরে ফ্লাইটে যাওয়া_আসার সকল প্রধান দায়িত্বে থাকেন 😎