ভাইয়ের টাইমলাইন থেকে-

ভাইয়ের টাইমলাইন থেকে-

সত্যের খোঁজে আমরা

দরিদ্র মানুষটি, যে কিনা একটি সাদাকালো টিভি কেনার স্বপ্ন দেখার সাহস করেনি কোনোদিন; পাশের বাড়ির জমিদারের টিভি যে জানালার ফাঁক গলে দেখতো; জমিদারের কাছে টিভি কেনার কিছু টাকা ধার চাইলে নানা ছুতায় সে তো ধার দিতোই না, উল্টো করতো ভর্ৎসনা। সেই দরিদ্র মানুষটি যদি কোনোদিন একটি রঙিন টিভি কিনে ফেলে কোনওমতে; তখন তাঁর যে আনন্দ হবে, সেই আনন্দই এখন হচ্ছে পদ্মা পারের মানুষদের। আরও পরিষ্কার করে বলা ভালো, গোটা দেশবাসীরই সেই আনন্দ হচ্ছে।

কারণ পুরো দেশই তো একটি দেহ। দেহের একটি অংশ ভালো বোধ করলে, বাকি অংশেরও তো ভালো বোধ করবার কথা। এ শুধু পদ্মার ওপর একটি সেতু নয়; এ যেন নদীমাতার গলায় হিরের মালা বা তার চেয়েও বড় কিছু। নিজের টাকায় কিছু কেনার আনন্দ যে সবচেয়ে বড় আনন্দ।

২.
যে জনপ্রিয় পত্রিকাটি দিনের পর দিন লিখে গেছে, সিরিজ সংবাদ প্রকাশ করে গেছে, সম্পাদকীয় রচনা করে গেছে যে, সেতু হবে না। হচ্ছে না। সেই পত্রিকাই এখন সেতু উদ্বোধনের কাউন্ট ডাউন দিয়ে, সিরিজ সংবাদ প্রকাশ করে চলেছে যে সেতুতে কত দেশের মেধা কাজ করেছে, দেশের জন্য কতটা উন্নয়ন নিয়ে আসবে, দক্ষিণাঞ্চল বদলে দেবে ইত্যাদি। গণমাধ্যমের এ যে কত বড় পলিসি বদল, আমরা পাঠকমাত্রেই বুঝতে পারছি। মিডিয়া বাধ্য হয়েছে নিজেদের পলিসি বদল করতে। অথচ দুনিয়া পুড়ে ছারখার হলেও মিডিয়া সহসা তার পলিসি বদল করে না, আমরা জানি। ফলে মিডিয়ার জন্যও এটি একটি জবাবও।

৩.
সেতু বানাতে বিভিন্ন উপাদান লাগে। রড-সিমেন্ট-ইট-বালি-ইস্পাত এরকম আরও বহু কিছু। আমরা জানি। তবে এসব উপাদানের পরও অনেক সময় সেতু হয় না। এসব উপাদানের চেয়ে বড় যে উপাদান লাগে সেই উপাদানের নাম সাহস। পদ্মা সেতু সেই সাহসেরই প্রতীক। প্রমত্তা পদ্মাকে বাগে এনে তার ওপর একটি সেতু বানানোর কল্পনা বা সাহস অতীতে কেউ করতে পারেনি। তখন সবাই শুধু স্বপ্নই দেখতো। এখন সেই স্বপ্ন বা কল্পনা বাস্তব রূপ পেয়েছে।

কে বানালো এই স্বপ্নসেতু?

বাংলাদেশের মানুষই বানিয়েছে। আমরাই বানিয়েছি। বিরাট এই সেতু বানানোর মহাযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এই সেতু নিয়ে, এই স্বপ্নপূরণ নিয়ে ট্রল করবেন না। এটি নিজেকে তুচ্ছ করারই নামান্তর। নিজেকে নিয়ে নিজে কেউ কি কখনো ট্রল করে? করে না।

বরং নিজের অর্জন নিয়ে গৌরব করুন।

[পদ্মা সেতু নিয়ে এটি আমার প্রথম লেখা]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *