ভোলা সদর আলী নগর ইউনিয়নে ডোবায় পরে থাকা এক কিশোরীকে অজ্ঞান  অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

ভোলা সদর আলী নগর ইউনিয়নে ডোবায় পরে থাকা এক কিশোরীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

ভোলার পুলিশ অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন
পরিবারের সন্ধান পেতে সহায়তা করুন
২৩/০৬/২০২২ / বিকাল ৪.৩০ আলীনগর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড পালোয়ান বাড়ীর দরজায় জনৈক মালেক মেম্বার এর বাড়ীর সামনে রাস্তার দক্ষিন পাশে শুকনা ডোবার কিনারায় অজ্ঞান অবস্থায় মেয়েটিকে এলাকাবাসী দেখতে পায় ৯৯৯ ট্রিপল নাইন এর মাধ্যমে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। মেয়েটি ভোলা সদর থানা পুলিশের নারী ও শিশু হেল্প ডেক্স এর তত্ত্বাবধানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত মেয়েটির পরিচয় জেনে থাকেন তবে অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা’ অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

01320152186 (ডিউটি অফিসার)
অফিসার ইনচার্জ, ভোলা সদর থানা-01320152186

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *