মামলার আসামী গ্রেফতার করেন ইন্সপেক্টক Arman RamAn ও তাহার টিম বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর ও পশ্চিম ইলিশার সিমানাবর্তী রোদ্রেরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গনধর্ষন মামলার আসামী ওই এলাকার তছির আহমেদের ছেলে উজ্জল কে আটক করেন পুলিশ।
ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আরমান হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম আটক করেন উজ্জল কে।
ওসি তদন্ত আরমান হোসেন বলেন, গণধর্ষণ মামলার আসামী আমজাদ কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মুলক ভাবে ঘটনার সাথে জড়িত উজ্জ্বল কে আটক করা হয়।এদিকে তিনি এর আগে ও ছদ্মবেশে ঢাকা,চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে থেকে আসামীদের গ্রেফতার করে আলোচনায় এসেছেন।