সাথে অভিনব প্রতারণা
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাধারণ জনগণের সাথে অভিনব কৌশলে প্রতারণা করে চলেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন বাসা বাড়ির বিদ্যুৎ বিল স্লীপ চেক করে দেখা যায়, এপ্রিল মাসের বিল স্লীপের সাথে মে২০২২ এর বিলের কোন মিল নেই, এপ্রিল মাসে যে বিল ৫০০টাকা উঠেছে মে মাসে সে বিল ১২০০টাকা তৈরি করেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের কোন জবাবদিহিতা না থাকায় এমন ঘটনা ঘটে চলেছে। আবার মিটার রিডিং দেখে মিলানোর কোন উপায় নেই। উপজেলার গ্রামের অসহায় মানুষ নিয়ম কানুন কিছু বোঝেনা, যে কারনে বিদ্যুৎ গ্রাহকগণ কলম চুরির খপ্পরে পড়ে কিছু বলার বা প্রতিবাদ করেনা। বিদ্যুৎ কর্তৃপক্ষের মিটারের রিডিং চেকারগণ ঠিকভাবে মিটারে কত ইউনিট ব্যবহার হয়েছে চেক না করেই বাড়িতে বসে অনুমানের ভিত্তিতে ইউনিট ব্যবহার হয়েছে উল্লেখ করে বিল করে ছেড়ে দেয়, যে কারনে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। এক ভুক্তভোগী বুইকরা এলাকার ইসমাইল হোসেন জানান, আমার প্রতিমাসে বিদ্যুৎ বিল হয় ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা সেই বিল মে মাসে এসেছে ১২০০ টাকা, বিল এত কেন হল বুঝতে পারছিনা, বিদ্যুৎ বিল কর্তৃপক্ষ আন্দাজে মনগড়া বিল করেছে, আমি এর বিচার চাই। আর এক ভূক্তভোগী বউবাজার এলাকার মৃত বারেক হাওলাদারের স্ত্রী বলেন, আমার ঘরে একটা ফ্যান ও একটা মাত্র লাইট ব্যবহার করি, মে মাসে বিল এসেছে ১৫০০ টাকা, এত বিলের টাকা আমি কোথা থেকে দেব, আমার বিল অন্য মাসে আসে ১৮০টাকা থেকে ২২০টাকা, এমন অবস্থা হলে তো বিদ্যুৎ ব্যবহার করা আমার বন্ধ করতে হবে। এমন অনেক অভিযোগ পাওয়া গেছে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সচেতন মহলের মনে করে, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় প্রতিনিয়ত জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছে, এসব বন্ধ করতে হবে। এক মাসের বিদ্যুৎ বিল যে কোন কারণ বশতঃ বকেয়া হলেই বিদ্যুৎ বিছিন্ন করা হয় কোন নোটিশ ছাড়া অথচ চালাকি করে বিদ্যুৎ বিল বেশি করার প্রবনতা বন্ধ করতে হবে।
এবিষয়ে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ ছাড়া বেশি বিল করা হয় তা অস্বীকার করে বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে যদি বিদ্যুৎ বিল যে পরিমান ব্যবহার হয়, তার থেকে বেশি বিল কেউ করে থাকে প্রমান হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।