পদ্মা সেতু পাড়ি দিবে প্রধান মন্ত্রীর দল
উদ্বোধনে পদ্মা সেতু বণাঢ্য উজ্জ্বল
স্বপ্ন এবার সত্যি হলো একুশ জেলার অাশা
নিজের ঘামে নিজ খরচে, বাবুই পাখির বাসা।।
নতুন সেজে পদ্মা সেতু অাজকে নতুন বর
উদ্ভোধনে পারাপারে লাগবেনা যে কর।।
আনন্দেতে যাচ্ছে ভেসে শহর থেকে নগর
লক্ষ দশেক বীর জনতার চলছে ছুটে বহর।।
পায়ের চাঁপে তলিয়ে যাবে পদ্মা সেতুর তল
মাড়াস নে অাজ শিশু কিশোর, রে বাঙালীর দল।।
অাজকে ভীরে হারিয়ে যাবে হয়তো বালক নুরু
মা জননীর বুকের ভিতর ধরছে কাঁপন শুরু।।
মানব ভারে পরবে ধ্বসে, টিনের ঘরের চাল
অাবার হয়তো পরবে নুইয়ে, কদম গাছের ডাল।।
গায়ের বাকে ঠায় দাঁড়িয়ে দেখবে জায়া বনু
হয়তো কেহ খেতে হবে বরের হাতের কনু।।
যদি নামে রিমঝিমিয়ে অাষাঢ় বাদল ধারা
নিত্য নাচে মাতবে শত গাইবে আপন হারা।।
মা বোনেরা অার বধুরা দেখবে মেরে উঁকি
সূর্যি মামা মেঘের ফাঁকে হয়তো দেবে ভুকি।।
নিত্য গানে ঢোলীর তালে, নাচবে বালক দল
সেতুর নীচে সাগর টানে, নামছে পাহাড় ঢল।।
ঢোলের চোটে সেতুর কুলে, জমবে জনবাণ
সুরে সুরে তালে তালে, শেখ হাসিনা’র গান।।
টোপর মাথায় এই ঘটনা দেখতে অাসবে চাষী
সেতু দেখে হাসবে তারা অাজকে জয়ের হাসি।।
লাঠি ভরে টুনটুনিয়ে অাসবে নানি বুড়ি।।
হাসবে সাথে নাতি নাতিন পদ্মা সেতু জুড়ি।
মিষ্টি কুমড়া রাঁধবে কেহ পদ্মা নদীর ঝোলে
কাঁঠাল বিচি রাঁধবে কেহু এই নদীরই সোলে।।
গল্প গানে অাজ মমতাজ গাইবে সাথে পুঁথি
অাসবে ঠাকুর সিঁদুর দিয়ে পড়বে গায়ে ধুতি।।
নতুন অাশায় স্বপ্নে সফল, একুশ জেলার লোকে
নিন্দুকেরা মুখ ঢাকিয়া মরছে অাজি শোকে।।
রাজ কপালী অার গোপালী শেখ হাসিনা’র হাসি
অাষাঢ় মাসে ভেঁজা সুরে, বাজবে সাথে বাঁশি।।
উন্নয়নের সাক্ষী গোপাল থাকবে অনেক দেশ
বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া পদ্মা সেতুর রেশ।।