৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রোববার বিকেলে পায়রা নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা ৮টার দিকে জাল তুলে দেখেন বিশাল আকারের একটি ইলিশ জালে ধরা পড়েছে। মাছটি বাজারে এনে ওজন মেপে দেখেন পৌনে ৩ কেজি। মাছটি রাজু গাজীর কাছ থেকে পাইকারি ব্যবসায়ী আলামিন বয়াতি ৭ হাজার ৫০০ টাকায় কেনেন। সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। আমতলীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়। জেলে রাজু গাজী বলেন, এ বছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পড়েছে বলে আমার জানা নেই।