২.ভোলা জেলার পুরাতন নাম ‘শাহবাজপুর’।
৩.ভোলা জেলার আয়তন ৩,৪০৩.৪৮
বর্গকিলোমিটার।
৪.আয়তনে ভোলা বাংলাদেশের ৬৪টি
জেলার
মধ্যে ১৪তম।
৫.ভোলা জেলার মোট জনসংখ্যা
১৮,৪৬,৩৫২জন
(আদমশুমারি২০১১)।
৬.জনসংখ্যায় ভোলা বাংলাদেশের ৬৪টি
জেলার মধ্যে ৩৬তম।
৭.ভোলা জেলায় প্রতি বর্গকিলোমিটারে
লোক বাস করে ৫২২ জন(আদমশুমারি২০১১)।
৮.ভোলা জেলায় উপজেলা ৭টি–ভোলা
সদর,দৌলতখান,বোরহানউদ্দিন,তজমুদ্দিন ;লালমোহন,মনপুরা ও চরফ্যাশন।
৯.ভোলা জেলার সর্ববৃহৎ উপজেলা
চরফ্যাশন;১,১০৬ বর্গকিলোমিটার।
১০.ভোলা জেলার ক্ষুদ্রতম উপজেলা
বোরহানউদ্দিন;২৮৪বর্গকিলোমিটার।
১১.ভোলা জেলায় পৌরসভা ৫টি,ইউনিয়ন
৬৮টি
ও গ্রাম ৪৩৮টি।
১২.ভোলা জেলায় সাক্ষরতার হার ৪৩.২%
এবং
সাক্ষরতার আন্দোলনের নাম ‘পথিকৃৎ’।
১৩.মুক্তিযুদ্ধের সময় ভোলা জেলা ছিল
৯নং
সেক্টরের অধীনে।
১৪. ৫টি সরকারি কলেজ রয়েছে।
সূত্র:কারেন্ট অ্যাফেয়ার্স।