কখন যাবেন বলেন?
বন্ধুর ভাই বলল কালকেই আসেন তখন তাদের পক্ষ থেকে একজন মুরব্বী জানতে চাইলেন আমাদের দাবী কি?
সে বলল দাবী একটাই মেয়ে পছন্দ হইছে মেয়েটা নিয়ে যাব, এখন আপনাদের মেয়ে আপনাদের সামর্থ্যানুযায়ী যতটুকু পারেন মেয়েকে সাজিয়ে দেবেন, নাকি এক কাপড়ে দিয়ে দেবেন তা আপনাদের খুশি।
কারন আমাদের পছন্দ যদি চাওয়া পাওয়ার উপরে নির্ভর করে, তাহলে মেয়ে পছন্দ করা হল কোথায়?
মুরব্বী তার মুখের দিকে তাকিয়ে আছেন এই যুগের পোলাপান এমন কথাও বলে?
সে বলল দাদা আমি এই যুগের পোলা তবে শিক্ষাটা সেই পুরানো যুগেরি।
যাক আমরা চলে এলাম পরের দিন তাদের দাওয়াত দিয়ে।
পরের দিন তারা 10 জন মুরব্বী সহ আসল ।
ছেলে দেখল পছন্দ হল এবার ফাইনাল কথা,
যেহেতু আমাদের চাওয়া নেই আগেই জানিয়ে দিয়েছি, কথা অনেকটা এগিয়ে আছে।
এবার কাবিন নামা নিয়ে কথা, ওনারা দুই লক্ষ টাকা চাইলেন।
বললাম ইসলাম যৌতুক হারাম করেছে মোহরানা ফরজ করেছেন,
তবে মোহরের টাকা ছেলের সামর্থ্যানুযায়ী ধরতে হয়।
আমাদের কোন চাওয়া নেই আপনারা চাচ্ছেন কেন?
ছেলের যা ইনকাম তা দিয়ে সে দুই লক্ষ মোহর আদায় করা সাধ্যের বাহিরে।
কিন্তু না ওনারা এসব শুনতে নারাজ।
আমি অবাক যেখানে ছেলে পক্ষ দাবী নিয়ে কথা কাটা -কাটি করে সেখানে ওল্টা তারা কথা কাটাকাটি করতেছে।
যাক অনেক কথা কাটাকাটির পর এক লক্ষতে আসলাম কিন্তু না ওরা দশ হাজার বাড়িয়ে দাবী করে, ভাইয়া বলল এটা কি কেবল কাগজের লেখা নাকি পরিশোধ করতে হবে?
ওনারা উঠে গেলেন বিয়ে হলনা পরে শুনতে পেলাম ওদের কাবিন কেন্দ্র করে বিয়ে থেকে উঠে যাওয়া উসিলা মাত্র।
আসল সন্দেহ হল এই যুগে এত ফ্রীতে বিয়ে নিশ্চই ছেলের কোন দোষ আছে সেই সন্দেহে চলে যাওয়া।
পরে অবশ্যই বন্ধুর বিয়ে হয়েছে তবে অন্য জায়গায়। আলহামদুলিল্লাহ ভাল আছে ওরা।
সমাজে কাবিন নামের যে কাগজটা করে সেখানে দুই তিন লাখ লেখে রাখে আজীবন বাকি তা কতটা গ্রহনীয়?
যতটুকু জানি মোহর হবে ছেলের ইনকামের উপর ভিত্তি করে যেন সে নগতে না হোক কিছু কিছু করে হলেও যেন পরিশোধ করতে পারে।
কিন্তু সেই সুযোগ দিচ্ছি কি?
সেই আজীবন বাকি মোহরআনা পরিশোধ না করে ছেলে মারা গেলে সেই শাস্তি কে ভোগ করবে?
যৌতুক ছাড়া বিয়ে করার জন্য বর্তমানে হাজারো ছেলে পাওয়া য়ায়…
কিন্তু ২০০০০-৩০০০০ হাজার টাকা কাবিনে রাজি হওয়া মেয়ের সংখ্যা নিতান্তই কম….
কি করা উচিত এখন যৌতুক চাওয়া নাকি না চাওয়া??
নাকি বিয়েতে যেটা যৌতুক নেবে সেটা দিয়েই মোহরানা পরিশোধ করবে??