ময়মনসিংহে আসামী ধরতে গিয়ে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারলো এসআই! মৃত্যুর মুখে আসামীর স্ত্রী ময়মনসিংহের

ময়মনসিংহে আসামী ধরতে গিয়ে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারলো এসআই! মৃত্যুর মুখে আসামীর স্ত্রী ময়মনসিংহের

গৌরীপুরে গরু চুরি মামলার আসামি ধরতে গিয়ে রিপা আক্তার (২৫) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে-পিঠে লাথি মেরে স্বামীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিপা আক্তার গ্রেফতার আবুল হাসেমের স্ত্রী। আসামি হাসেম ওই এলাকার আবুল বাসার লিটনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার নবী হোসেন জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি এলাকা থেকে গরু চুরি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে, তা সম্ভব হয়নি। পরে গরু চুরির বিষয়টি নিয়ে থানায় মামলা হয়। মামলায় আবুল হাসেমকে সন্দেহজনক আসামি করা হয়। ওই মামলায় আবুল হাসেমকে ধরতে পুলিশ আসে। আসামি ধরতে এসে পুলিশ আসামি আবুল হাসেম, তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, আবুল হাসেমের বাবা-মাকে মারধর করেছে বলে জানতে পেরেছি।’

Advertisement

অন্তঃসত্ত্বা রিপা আক্তার হাসপাতাল থেকে জাগো নিউজকে বলেন, ‘পুলিশ যখন আসামি ধরতে আসে তখন স্বামী (আবুল হাসেম) ভাত খাচ্ছিলেন। পুলিশ তাকে মারতে মারতে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করে। তখন আমি পুলিশের পা ধরে বলি, স্যার ভাত খাওয়া শেষ হলে ধরে নিয়ে যান, ভাত খাওয়ার সময় দেন। তখন এমদাদ নামের এক দারোগা আমাকে দুটি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে উঠে গিয়ে আবারও তাদের পা ধরে বলি, স্যার ভাত খাওয়া শেষ হলে ধরে নিয়ে যান। এ সময় আবারও আমাকে পেটে-পিঠে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় তিন থেকে চারটি আঘাত করে। পরে আমার শ্বশুর-শাশুড়ি ফেরাতে এলে তাদেরকেও মারধর করে তাকে (স্বামীকে) ধরে নিয়ে যায়। পরে পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে শ্বশুর আমাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *