বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের

জ্বালানি তেলের বাজারে উল্লেখযোগ্য দরপতন হলো। সেখানকার ব্যবসায়ীরা বলছেন, বাজারের টালমাটাল অবস্থায় তেলের চাহিদা কমেছে, আর তাই এই দরপতন। ট্রেডিং ইকোনমিকসের হিসেবে বলা হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বিশ্ববাজারে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের বাজারে ৪ আগস্ট প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৪ দশমিক ১২ ডলারে যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের জ্বালানি তেলের বড় ক্রেতা দেশগুলোতে কিছুটা স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।তবে এশীয় ক্রেতাদের জন্য জ্বালানির দাম বাড়ানোর কথা জানিয়েছে সৌদি আরব। নতুন নির্ধারিত দাম আগামী মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ব্লুমবার্গের এক প্রতিবেদন। রুশ-ইউক্রেন সংকট শুরু হওয়ার পর বিশ্বব্যাপী দেখা দেয় চরম জ্বালানি সংকট। এ বছরের শুরুতে প্রতি ব্যারেল তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিলো ১২০ ডলারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *