১২০ টাকা মজুরিতে আর কাজ করতে চান না চা শ্রমিকরা

১২০ টাকা মজুরিতে আর কাজ করতে চান না চা শ্রমিকরা

চা শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন হবিগঞ্জের ২৪টি বাগানসহ দেশের সকল চা বাগানের শ্রমিকরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ২ ঘন্টা করে এ কর্মবিরতি পালন করা হবে।২০২১ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতৃবৃন্দের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির ১৯ মাস অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। তাই আন্দোলনে নেমেছেন তারা। চা শ্রমিক নেতারা বলেন, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। অথচ বাংলাদেশের চা শ্রমিকরা এখনও ১২০ টাকা মজুরিতে কাজ করছেন।চা শ্রমিকরা কর্মবিরতি পালনের সময় জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি না মানা হলে বাগানগুলো বন্ধ করে দিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *