উত্তরায় ১১ নম্বরে এক এটিএম বুথ থেকে দুই দিন আগে রাত

উত্তরায় ১১ নম্বরে এক এটিএম বুথ থেকে দুই দিন আগে রাত

আনুমানিক ১২ টা বা ১টার দিকে টাকা তুলতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে মারা গেছেন এক ব্যবসায়ী। রাস্তার পথচারিদের কারণে ছিনতাইকারিকে ধরা সম্ভব হয়। কিন্তু কাহিনি আরেক জায়গায়।

এই ছিনতাইকারী পেশাদার কোনো অপরাধী নন। তার দুটি সন্তান, তাদের মাঝে একজন প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধী বাচ্চার চিকিৎসার টাকার জন্য, বউয়ের সাথে ঝগড়া করে সে এই ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি কাজ না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সোজা কথায়, অভাবে পড়ে তিনি এই কাজ করেছেন। পুলিশও তার কোন ছিনতাইয়ের পূর্ব রেকর্ড পায়নি।

দিনকাল যেভাবে যাচ্ছে, এই ঘটনা আপনার আমার সাথেও ঘটতে পারে। খুব অহরহই ঘটতে পারে।

হয় অভাবের তাড়নায় আমাদের কেউ ছিনতাইকারী হয়ে যাবে, নতুবা আমাদের মৃত্যু হবে ছিনতাইকারীর হাতে।

এটাই হবে আমাদের নতুন বেহেশতের চিত্র!

লিখা ও ছবিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *