কেএমপি,র খুলনা থানা পুলিশের অভিযানে ৩৫৩৫ পিস ইয়াবা,

কেএমপি,র খুলনা থানা পুলিশের অভিযানে ৩৫৩৫ পিস ইয়াবা,

ইয়াবা চূর্ণ, ১কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ৩৮,০০০ টাকাসহ ০৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ

কেএমপি’র খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৯/১৯ তারিখ ১১.১৫ ঘটিকা হইতে ১৬.০৫ ঘটিকা পর্যন্ত খুলনা থানাধীন ৫১ জাহিদুর রহমান সড়কস্থ রওশন জেসমিন এর বাড়ীর নীচ তলায় অভিযান পরিচালনা করে আসামী ১) মাহমুদ হাসান @ কাকন(২৬), ২) মোঃ ফয়সাল(২২), ৩) মোছাঃ ইয়াসমিন(২৩), ৪) মোছাঃ রেবা বেগম (৫৫), ৫) মঈন মাহমুদ(২৬), ৬) মোঃ রাসেল(১৮), এবং ৭) হারুন অর রশিদ(১৮) দের হেফাজত হতে ৩৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ইয়াবা চূর্ণ, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ০১ টি ডিজিটাল ওজন মাপন মেশিন এবং মাদক বিক্রয়ের ২৮,০০০ টাকা উদ্ধার করে এবং ধৃত আসামীদের তথ্য মতে খুলনা থানাধীন স্টেশন রোডস্থ পলাশ ট্রেডার্স এর সামনে থেকে অাসামী মোঃ জুয়েল(২৫) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের ১০,০০০ টাকাসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *