বাঙালিই এ থাকে। এরা বেশিরভাগ ইংলিশ আর হিন্দী গান শুনতে অভ্যস্থ।
যদি প্রশ্ন করা হয়, বাংলা গান কেনো শুনেন না?
উত্তরে বলে দিবে, বাংলা গানের মিউজিক আছে? ফিলিং রক ম্যান। ইংলিশ গানের মিউজিক-ই আলাদা, আর হিন্দী গানের সুর আর মিউজিক তো অসাধারন। যা বাংলাদেশের গানের থেকেও হাজার গুন ভালো।
তাহলে আমি বলছি বাংলা মিউজিক সম্পর্কে আপনার ধারনা-ই নেই। আপনি বাংলাদেশি মিউজিসিয়ান বলতে চিনেন অপরাধী গানের আরমান আলিফ, দাইমা গান কাভার করা মাহফুজুর রহমান, কাভার গুরু হিরো আলম সহ আরো নাম বলতে অনিচ্ছুক শত শিল্পিদের।
আপনার কাছে আমার প্রশ্ন, আপনি Warfaze, Shironamhin, Artcell এর নাম শুনেছেন? আপনি কি জানেন আমাদের একজন গিটারম্যান আছে? অনিকেত প্রান্তর গানটারর অর্থ বুঝেছেন? বেজ বাবার নাম শুনছেন? রাফার মত মিউজিসিয়ান একটা দেখিয়ে দেন তো হিন্দী মিউজিকে? নাহিয়ান উপমহাদেশের Fastest Riff Guitarist. আপনি অনি হাসানের গিটার প্লে দেখেছেন? সামির হাফিজকে নিয়ে কোন আইডিয়া আছে?
শিরোনামহীন এর “Lyrics” এর মর্মার্থ বোঝেন? দেখেন সরোদ এর মত ইন্সট্রুমেন্ট কিভাবে ব্যান্ড মিউজিকে ব্যবহার হয়।
গানের ভেরিয়েশন চান? শহরতলীর গান শুনে দেখুন।
এ্যাশেজ, সহজিয়া, ব্লেক, মেঘদল, কুঁড়েঘর, ছাড়পোকা এর নাম জানো
আপনার ফোক গান ভালো লাগে? জলের গান ট্রাই করে দেখুন। লালন ব্যান্ড কে চিনে নিন।
শুন্য,চিরকুট, অর্থহীন এই গুলো কি শুনেছেন??সোলস,রেনেসাঁ,ফিডব্যাক,মাইলস কোন আমলের ব্যান্ড আইডিয়া আছে।
আমাদের একজন জেমস আছে। আমাদের একজন বাচ্চু ভাই ছিলেন যার “সেই তুমি” গান টা একবার শুনে দেখুন মনযোগ দিয়ে, গ্যারান্টি দিলাম বার বার শুনতে চাইবেন। আমাদের আছে ক্রিপটিক ফেট, পাওয়ারসার্জ, ডিফারেন্ট টাচ। অর্ণব, তাহসান, তপু, হৃদয় খান,ইমরান সহ আরো অনেকেই আছে ইমোশনাল করার জন্য।
আমাদের একজন আসিফ আকবর আছেন, যার গানের কিছু কিছু কথা শুনলে অনেক স্মৃতি মনে পরে যাবে। চোখ দিতে অজান্তে পানিও পড়বে।
ওহ হো, আমাদের হাসান আছে, বিপ্লব ও আছে।
আন্ডারগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু বললাম না। ঐ জিনিস আপনি বুঝবেন না। আমাদের পপ গুরু আজমখান ছিল।
“রেল লাইনের ঐ বস্তিতে” শুনে দেখেন।
আমরা ২১ ফেব্রুয়ারি পালন করি। কিন্তু ২১ ফেব্রুয়ারি পালনের সার্থকতা আছে?
বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে অনেক মানুষ প্রান দিয়েছে। কিন্তু আমরা ২১ ফেব্রুয়ারির দিনের প্রথমাংশে আমার ভাইয়ের রক্তে রাঙানো, দিনের পরের অংশে হিন্দি কিংবা ইংলিশ কোনো গান চালিয়ে ২১ ফেব্রুয়ারি পালন করি।
যদি প্রশ্ন আসে, আপনি কী বাঙালি হিসেবে আসলেই গর্বিত?
হ্যা আমি গর্বিত বাঙালি।
না আপনি এখনো গর্বিত বাঙালি হয়ে উঠতে পারেন নি।
কনফিউজড হয়ে গেলেন তো?
Credit – সংগৃহীত, যে এতো সুন্দর করে কথা গুলো লিখেছেন তাকে ধন্যবাদ।🖤