ফতুল্লার তল্লার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে রোববার (১৪  আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লার তল্লার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে রোববার (১৪ আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোল্লা মামুন ফতুল্লা থানার সস্তাপুরের আব্দুল মতিনের ছেলে। শিমুল একই থানার তল্লা এলাকার তৈমুছের ছেলে।

মোল্লা মামুন একজন পেশাদার মাদক কারবারি এবং মাদকের শীর্ষ ডিলার বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা ‘খ’ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, ক্রেতা বেশে প্রথমে দুই বোতল ফেনসিডিল ক্রয় করার জন্য অর্ডার দিলে তারা চাহিদানুযায়ী ফেনসিডিল নিয়ে আসে। তখন তারা মোল্লা মামুন ও শিমুলকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা আরও জানান, তাদের কাছে সংবাদ ছিল এ দুই মাদক বিক্রেতার কাছে মাদকের বড় ধরনের চালান মজুদ রয়েছে। তবে তাদের গ্রেফতারের বিষয়টি জানাজানি হেলে সহযোগীরা দ্রুত মাদকের চালান অন্যত্র সরিয়ে ফেলে।

এদিকে ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার মামুন পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকটি মাদকের মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *