গভীর শোক প্রকাশ। ১৫ ই আগস্টে ছুটির দিনে কাজ বন্ধ না করে,দায়িত্ব

গভীর শোক প্রকাশ। ১৫ ই আগস্টে ছুটির দিনে কাজ বন্ধ না করে,দায়িত্ব

পালনের সময় গাফেলতি ও অবহেলার কারণে ৫ জনেকে প্রাণ দিতে হলো।

গত কাজ করার সময় কাজের কন্টাকটার সড় দায়িত্বরত কর্মচারীদের গাফেলিতির কারণে ৫জনেকে প্রাণ দিতে হলো।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,হিউম্যান রাইট রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক ও সীতাকুণ্ড উপজেলা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

কাজ করার সময় দায়িত্বরত কর্মচারীদের গাফেলিতে করার কারণে ৫জনেকে প্রাণ দিতে হলো,কাজ করার আগে কিছু সময় জন্য রাস্তা বন্ধ করে দেওয়া দরকার ছিল,আরো সতর্কভাবে ক্রেন দিয়ে গার্ডটি সরাতে পারতেন,এখানে দায়িত্বরত যারা কাজ করছিলেন তাদের চরম অবহেলা ও গাফেলতি ছিল,তাই এই কাজের কন্টাকটার সহ যাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হোক।

আর জনপ্রতিনিধি সহ প্রশাসনের লোক যারা এখন ঘটনাস্থলে যাচ্ছেন,তারা আগে কোথায় ছিলেন, লোকজন মারা যাওয়ার আগে সেখানে তাদের যাওয়া দরকার ছিল,তদারকি কি করার দরকার ছিল,যারা কাজ নিয়েছেন তারা তাদের কথা অনুযায়ী ঠিকমতো কাজ করছে কিনা,নিরাপত্তার ব্যবস্থা রেখেছে কিনা,এখন গিয়ে কাজ বন্ধ করে দিয়ে সান্ত্বনা দিয়ে লাভ কি,যারা মারা গেছে তারা তো আর ফিরে আসবেনা,এখানে আপনাদের চরম ব্যর্থতার আছে এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন,তাই জনপ্রতিনিধি সহ প্রশাসনদেরকে বলবো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এ ধরনের ঘটনা না ঘটার জন্য খোঁজ খবর রাখেন, কারো গাফেলতি পেলে সাথে সাথে আইনের আওতায় আনুন।

যাদের গাফেলতির কারণে ৫জন মানুষ প্রাণ দিতে হলো এই কাজের কন্টাকটার সহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

শোক জ্ঞাপনেঃ-মুহাম্মদ গিয়াস উদ্দিন,কেন্দ্রীয় সহকারী পরিচালক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *