খাদ্য গুদাম থেকে সরকারি বস্তায় করে একাধিক ট্রাক ভর্তি চাউল গুলো যখন

খাদ্য গুদাম থেকে সরকারি বস্তায় করে একাধিক ট্রাক ভর্তি চাউল গুলো যখন

বিভিন্ন দোকানে গেল তখন দৌলতখান খাদ্য গুদাম কর্মকর্তা….. কে একাধিকবার ফোন দেওয়ার পরেও কোন ফোন ধরলেন না। এই চাউলগুলো কিসের চাউল? অসময়ে এত চাউল গুদাম থেকে বের হয়ে বিভিন্ন দোকানগুলোতে ঢুকলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা প্রয়োজন ছিল খুব। কিন্তু তিনি ফোন রিসিভও করলেন না পরবর্তীতে কোন রিপ্লাইও করলেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসে থাকা কর্মকর্তা-কর্মচারীরা যদি যথাসময়ে ফোন রিসিভ না করেন তাহলে বুঝতে হবে আমাদের সমাজ ব্যবস্থা ও কর্মকর্তাদের মানসিকতায় ঘুনে ধরেছে। মুখে শুধু দরবেশের বুলি আওড়াইলেই হবে না কাজগুলোও ন্যূনতম শুদ্ধতার সাথে করে দেখাতে হবে। শুধু খাদ্য গুদাম কর্মকর্তা নয় একটি থানা একটি জেলা পরিচালনার দায়িত্বে থাকা প্রত্যেকটি কর্মকর্তার উচিত সাংবাদিকদের ফোন রিসিভ করা এবং যথাসময়ে তথ্যগুলো সংগ্রহ করা এবং দ্রুত যাচাই-বাছাই করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা। আপনাদেরকে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ পদগুলিতে বসানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *