গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রগুলি, মাদকসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পারুলী বেগম গ্রেফতার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রগুলি, মাদকসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পারুলী বেগম গ্রেফতার।

ইং টঙ্গী পূর্ব থানা পুলিশ মাছিমপুর এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পায়।উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ১। পারুলী বেগম (৪০) পিতা-মৃত মোনতাজ উদ্দিন স্বামী- মানিক গ্রাম -এরশাদনগর ০১ নং ব্লক থানা -টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগরকে ৯৩৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে এরশাদনগর ০১নং ব্লকস্থ আসামীর দোতলা বাড়ির দ্বিতীয় তলায় তার শয়নকক্ষ থেকে একটি লোহার তৈরী কালো রংয়ের ওয়ানশুটার গান এবং ০২(দুই) রাউন্ড ১২(বার)বোরের শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পারুলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর বিভিন্ন ধারায় টঙ্গী পূর্ব থানার মামলা নং – ১)৬৯(১০)১৮, (২) ১২(০৮)২২ এবং (৩) ৫৭(১০)১৮ সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *