নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম হাজীপুর ওয়াবদারপুল এলাকার সিরাজুল মিয়ার ছেলে পারভেজ মিয়া(৩৩) ভাই-ভাগিনার জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা থানায় অভিযোগ করেছেন।
ফতুল্লা থানার পশ্চিম হাজীপুর আদর্শ বাস্তহারা কলোনীর রোহিত পিতা ওয়াহেদুর, রবিন পিতা আব্দুল ওহাব, এলিন পিতা শাহীন, আকাশ পিতা মহসীন, আমান পিতা আব্দুল ওহাব, আনোয়ার মিয়া, মুসা, জাকির, পাভেল, আল-আমিন, নাঈম, কাউসার, জুম্মন সর্ব পিতা অজ্ঞাত। আরও অজ্ঞতা ৫/৬ জনের নাম উল্লেখ না করে ফতুলা থানায় অভিযোগ দেয়ার করেন।
মামলার বিবরণীতে প্রকাশ: বিবাদীগন সন্ত্রাসী প্রকৃতির লোক, সবার সাথে খারাপ ব্যবহার করে এবং ছোট ছোট ছেলেদের মাদকের প্রচার কাজে লিপ্ত হওয়ার অনুপ্রেরণা জোগায়। গত ১৫ আগষ্ট আদর্শ কলোনী সংলগ্ন মাঠে অচেনা ৫-৬ জন মিলে জনসম্মুক্ষে মাদক সেবন করে। এ বিষয়ে আমার ভাই-ভাগিনাদ্বয় প্রতিবাদ করিলে বিবাদীগণ আমার ভাই-ভাগিনাদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আমার ভাগিনাদের গালিগালাজ করে, গালিগালাজ করিতে নিষেধ করিলে আমার ভাই-ভাগিনাদের এলোপ্যাথালী কিল ঘুসি মারতে থাকে, বিবাদীরা মাসুদকে দেশীয় অস্ত্র দিয়ে তাহার শরীরে লীলা ফুলা সহ রক্তাক্ত জখম করে, অতঃপর আমার ভাই-ভাগিনাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ বলেন, যদি আমাদের কাজে বাধা প্রদান করস বা কোন প্রকার আইনে আদালত করিস তাহলে তোদেরকে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিব এবং তোদেরকে জানে মারিয়া ফেলবো এমন হুমকি প্রদান করেন।