গাজীপুর জেলায় 5 জন ডাকাত অস্ত্রসহ গ্রেফতার করেন বাসন থানার পুলিশ।

গাজীপুর জেলায় 5 জন ডাকাত অস্ত্রসহ গ্রেফতার করেন বাসন থানার পুলিশ।

এলিজা পারভীন লিজাঃ

বাসন থানাধীন যোগীতলা বাংলালিংক টাওয়ার সংলগ্ন রশ্নি মায় স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিয়া অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডাকাত দলের পাঁচ সদস্যকে তিনটি রামদা ও একটি লোহার রড সহ গ্রেফতার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ রাজিব (২৩), পিতা-আনছার আলী, মাতা-আকলিমা, সাং-সূর্যনগর, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর বর্তমান সাং-চান্দনা (বর্ষা সিনেমা হলের পিছনে সুমন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ২। মোঃ সুজন (২২), পিতা-মৃত মিলন, মাতা-পারভীন, সাং-ঝলমলিয়া (বাজার), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, বর্তমান সাং-ভোগড়া (ভাসমান) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ৩। মোঃ রাজু ওরফে পিনিক রাজু (২০), পিতা-মৃত সেলিম হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-বয়ড়া, থানা ও জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-ভোগড়া (ফারুক এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। মোঃ সায়েম রহমান (১৯), পিতা-রফিকুল ইসলাম মন্ডল, মাতা-সুফিয়া বেগম, সাং-কালিকাপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, বর্তমান সাং-চান্দনা (বুড়ির মোড় মোবারক হাজীর বাড়ির ভাড়াটিয়া) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ মাহফুজ (২১), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মাফিয়া, সাং-নোয়াপাড়া, থানা-ইশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-চান্দনা হাজী মার্কেট, থানা-বাসন, গাজীপুর মহানগর।, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি লোহার তৈরী রামদা, ০১টি লোহার রড, ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। ডাকাত দলের আরোও অজ্ঞাতনামা ৩/৪ জন সদস্য দৌড়াইয়া পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *