স্টাফ রিপোর্টঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেন সেটিভ ওয়ার্ড সি সি ইউ ৪ নং ওয়ার্ডে কর্মরত হাসিনা বেগম
নিতি নিজের খেয়াল খুশি মতো আসা যাওয়া করেন।
গতো সপ্তাহে টানা তিন দিন ডিউটি না করে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে বাহিড়ে একটি প্রাইভেট ক্লিনিকে তার অপারেশন করেন এবং এই তিন দিন মেডিকেল আসেনি তবে তার রোস্টার খাতায় তার নাম সই করা ছিলো
বিশেষ শুত্রে যানা গেছে সরদার রা টাকা বিনিময়ে তার নাম সই করে রাখত।
এবিষয়ে উপপরিচালক মোকাদ্দেম হোসেন এর সাখে মুঠো ফোনে কথা বললে তার কোনো সুরাহা নেননি
আজ ২০/৮/২০২২ ইং হাসিনা সকাল ডিউটি থাকলেও দেখা মেলেনে ওয়ার্ডে তার, অথচ তার রেজিস্ট্রার খাতায় হাসিনার নাম সই করা ছিলো
এই বিষয়ে কর্মরত ওয়ার্ড মাষ্টার খোকন এর সাথে কথা বললে তিনি বলেন হাসিনা এরকম পেরায় করেন খাতায় সই করে চলে জান।
এবিষয়ে হাসপাতাল পরিচালক শরিফুল হাসান এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি ঢাকায় আছি আপনি উপপরিচালক এর সাথে যোগাযোগ করেন।
উপপরিচালক মোকাদ্দেম হোসেন এর সাথে সাক্ষাৎতে কথা বলতে তিনি সাংবাদিক দের বলেন তার নামে অনেক অভিযোগ রয়েছে, তিনি চাকরী দেওয়া কথা বলে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে চেক ডিজঅনার মামলা ও রয়েছে অনেক, জানা গেছে তিনি স্থানীয় একজন সাংবাদিক কে বিয়ে করে দাপটে চলছে, তবে পরিচালক মহাদয় ঢাকা থেকে আসার পর বিষয় গুলো ভালো ভাবে খতিয়ে দেখে আমরা প্রসাসনিক ব্যবস্থা নিবো।