যৌ/তুক আর বিয়ে পাগল স্বামীর নরকীয় নি- নির্যাতনে গৃহবধূ জেসমিন এখন বাকরুদ্ধ :

যৌ/তুক আর বিয়ে পাগল স্বামীর নরকীয় নি- নির্যাতনে গৃহবধূ জেসমিন এখন বাকরুদ্ধ :


প্রায় দশ বছর আগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ নং বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শুন্যেরচর গ্রামের মৃত হোসেন আহমেদ এর ছেলে আবুল কাশেম নাসির (৪৮) এর সাথে সুখচর এলাকার মৃত আওরঙ্গজেবের মেয়ে জেসমিন আক্তার (৩০) এর বিয়ে হয়।
৩ বছর পর কন্যা সন্তান হয়ে মারা যায়। স্ত্রীর উপর চলে স্বামী কাশেমের অবর্ণনীয় পাশবিক নি-র্যাতন।
উল্লেখ আবুল কাশেম এর আগেও বিয়ে করেছে, সেখানে দুই মেয়ে রয়েছে এবং ঐ স্ত্রীকেও নানান অপবাদ দিয়ে নি-র্যাতন করে তাড়িয়ে দিয়েছে।
জেসমিনের জখমকৃত পুরো শরীর এবং মাথায় র-ক্তক্ষরণের ফলে দুই ধাপে অপারেশন করানোর পর বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট- ৪নং আমলী আদালতে মামলা ( সিআর মামলা নং ১৯৬/২০২২) দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিচারের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন নি-র্যাতিতার ভাই আবু তাহের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *