গতকাল দৈনিক সত্যের খোঁজে আমরা প্রত্রিকায় র,মে,ক, হাসপাতালের ৪ নং ওয়াডের ওয়ার্ড ক্লিনার হাসিনার নামে নিউজ করায়।সাংবাদিক মাটি মামুন এর উপর হামলা।

গতকাল দৈনিক সত্যের খোঁজে আমরা প্রত্রিকায় র,মে,ক, হাসপাতালের ৪ নং ওয়াডের ওয়ার্ড ক্লিনার হাসিনার নামে নিউজ করায়।
সাংবাদিক মাটি মামুন এর উপর হামলা।


২১/৮/২০২২ ইং সকালে তর্থ সংগ্রহের জন্য উপপরিচালক মোকাদ্দেম হোসেন এর রুমে যাওয়ার আগেই হাসিনা ও তার দুই ছেলে জাহিদ হাসান জনি ও জয় সহ ভাড়াতে গুন্ডা বাহিনী মেডিকেলের ভিতর
হামলা চালায়, এসময় ওয়ার্ড মাষ্টার বকুল, ওয়ার্ড মাষ্টার আব্দুল জলিল, ও মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স এর ইনর্চাজ আপেলে মাহামুদ এসে তাকে উদ্ধার করে সদার রুমে নিয়ে গেলে সেখানেও তার উপর হামলা চালায়।
বিশেষ শুত্রে জানা গেছে হাসিনা সাংবাদিক মাটি মামুন এর আত্তিয় কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকরি নিয়ে দেবে বলে কুড়ি লক্ষ টাকা নিয়েছেন ২৭/৫/২০২১ইংতে। যা ৬ মাসের ভিতরে চাকরি দিতে না পারলে পুরো টাকা ফেরেত দিবে। মুলতো এই টাকা চাওয়ার জন্য হামলার শিকার হতে হয়।
যানা গেছে সুইপার পোস্টে কর্মরত হাসিনার নামরে রয়েছে একাধিক চেক এর মামলা অনেক কে চাকরি দেওয়ার কথা বলে তার থেকে টাকা হাতিয়ে নিয়ে
নীলকন্ঠে ৫ শতাংশ জমি কিনেছে এবং তার বড় ছেলে মাদক ব্যবসায়ী জাহিদ কে তিল লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছেন।
এবিষয়ে হাসপাতালের পরিচালক না থাকায় উপপরিচালক মোকাদ্দেম হোসেন এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি সাংবাদিক দের যানান এ ঘটনা বেদনাদায়ক আপনারা আপনাদের আইনি প্রকৃয়া চালান এবং আমি নিজে তার কর্মস্থল দুদিন ঘুড়ে এসেছি তাকে পাইনি পরিচালক মহোদয় ঢাকা থেকে আসার পর আমরা এর ব্যবস্থা নেবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *