ফুলপুর থানার ডাকাতি মামলার রহস্য উদঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার

ফুলপুর থানার ডাকাতি মামলার রহস্য উদঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার

০৮/২০২২ তারিখ রাত্রি অনুমান ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ জানতে পারেন, ফুলপুর থানাধীন ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই সাকিনস্থ আব্দুল্লার মোড়ে কিছু সংখ্যক চোরাই ভোজ্যতেলের ভর্তি ড্রাম একটি গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে। যে স্থানে ভোজ্যতেলের ড্রাম মজুদ রেখেছে সে স্থানে কোন তেল ব্যবসায়ী ছিল না। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ফুলপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ফুলপুর থানাধীন ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই সাকিনস্থ আব্দুল্লার মোড়ে জনৈক মো: শাহজাহান মিয়া (৪২) পিতা: আ: করিম, সাং চক গদাধর, থানা ফুলপুর, জেলা: ময়মনসিংহের গুদাম ঘর হতে ৪৪টি ভোজ্য তেল ভর্তি ড্রাম ইং ১৬/০৮/২০২২ তাং দিবাগত রাত্রী ১০.৩০ ঘটিকার সময় উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ১১,৭৮,৪৭৬/= (এগার লক্ষ আটাত্তর হাজার চারশত ছিয়াত্তর) টাকা। ইতিমধ্যে সন্ধান পাওয়া যায় উক্ত ভোজ্যতেলের ড্রাম গুলোর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মুজাহিদ ওরফে হৃদয়, পিতা: মো: হেলাল উদ্দিন সাং কেওয়া চন্নাপাড়া, (শ্রীপুর পৌরসভা) থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর। উক্ত বিষয়ে জনৈক আব্দুল্লাহ আল মুজাহিদ ওরফে হৃদয়, পিতা-হেলাল উদ্দিন, কেওয়া চন্নাপাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর জানান, গত ইং ১৫/০৮/২০২২ তারিখ দিবাগত রাত অনুমান ১২.৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাউনি নামক স্থানে একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাস দ্বারা ৭/৮ জনের একটি ডাকাত দল তার মালিকানাধীন ৬০ ড্রাম ভোজ্যতেল ভর্তি ট্রাকের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ট্রাকের ড্রাইভার, হেলপার ও ম্যানেজারকে ট্রাক হতে নামিয়ে ইলেকট্রিক শক দিয়ে হাত-চোখ বেঁধে মাইক্রোবাসের পিছনের সিটে ফেলে রাখে। ডাকাত দলের সদস্যরা ৬০ ড্রাম ভর্তি ভোজ্যতেল ও তেলবাহী ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে এজাহার দায়ের করলে ফুলপুর থানার মামলা নং-১৮ তারিখ ২০/০৮/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করছেন। তদন্তকালে লুণ্ঠিত আরো ১৫ ড্রাম ভোজ্যতেল হালুয়াঘাট থানা এলাকা হইতে উদ্ধার করা হয়। মামলাটি তদন্তকালে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস যার নম্বর-ঢাকা- মেট্রো-চ-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *