জিন্দাবাদ ভেঙে দেবো অস্থির সময়ের ভীত গণতন্ত্র মুক্তির শপথে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল করিম সরকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দল,কেন্দ্রীয় সংসদ সম্মানীত সদস্য ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি, সভাপতিত্ব করেন মাসুদ আহমেদ মাসুদ যুগ থানা বিএনপি সঞ্চালন করেন লুৎফুল কবির সালেক সহ:সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা দক্ষিণ, ও সাধারণ সম্পাদক ফুলবাড়ীয়া পৌর যুবদল, বক্তব্য রাখেন আনিছুর রহমান আনিছ কমিশনার যুগ্ন আহবায়ক থানা বিএনপি,আনার সাদাত আনার সহ সভাপতি ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদল ও সভাপতি পৌর যুবদল, ইমরুল কায়েস এলিছ সহ : সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা যুবদল কুদরতে কামাল উজ্জল সদস্য সচিব সেচ্ছাসেবক দল ময়মনসিংহ জেলা দক্ষিণ,দেলুয়ার হোসেন আহবায়ক উপজেলা ছাত্র দল,মো:হাসমত মন্ডল আহবায়ক পৌর ছাত্র দল,আল আমিন সাদাত সদস্য সচিব উপজেলা ছাত্র দল,নোমান মিয়া আহবায়ক কলেজ ছাত্র দল,জি এম ফাহাদ যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্র দল,এমদাদুল হক মিলন উপজেলা ছাত্র দল,মীর আসির উদ্দিন শিখন সদস্য সচিব,আহবায়ক উপজেলা কৃষক দল প্রার্থী রাসেল আহমেদ সদস্য সচিব প্রার্থী উপজেলা কৃষক দল মোজাম্মেল হক প্রমুখ। উপজেলা আহ্বায়ক মৎস্যজীবীদল।