রাজস্ব কর্মকর্তা আব্দুল্লা হিল কাফি’র মৃতদেহ সন্ধা নদী থেকে ভাসমান অবস্হায় উদ্ধার।

রাজস্ব কর্মকর্তা আব্দুল্লা হিল কাফি’র মৃতদেহ সন্ধা নদী থেকে ভাসমান অবস্হায় উদ্ধার।

ফেরা আর হো না আব্দুল্লাহ হিল কাফি’র
রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি’র মৃতদেহ সন্ধ্যা নদীর গাজিপুরা এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গত পরশু রাতে পিরোজপুরের বেকুটিয়া ফেরী থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে যায়। দীর্ঘসময় ডুবুরিরা তাকে খুঁজে পায়নি। সবার প্রত্যাশা ছিল, কাফি জীবিত উদ্ধার হয়ে ফিরে আসবে। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন।

এআরও কাফি ২০১৪ সালে পিএসসির মাধ্যমে কাস্টমস সার্ভিসে যোগদান করেন। তিনি কাস্টমস পরিবারের সন্তান। তাঁর বাবা কেফায়েতউল্লাহ ও চাচা মহসীন উভয়ই বিভাগে ইন্সপেক্টর হিসেবে চাকরি করে সহকারী কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন। দুজনই মারা গেছেন।

আল্লাহ মরহুম কাফিকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর সন্তান, পরিবার ও বন্ধু পরিজনকে এ শোক সইবার ক্ষমতা দান করুন।

উদ্ধার #নদী #থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *