বগুড়া দুপচাঁচিয়া দেশীয় অস্ত্রসহ-০১যুবক গ্রেফতার

বগুড়া দুপচাঁচিয়া দেশীয় অস্ত্রসহ-০১যুবক গ্রেফতার

বগুড়া দুপচাঁচিয়া থানার সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চামরুল ইউপির অন্তর্গত ঘাটমাগুরা সাকিনে জনৈক মোঃ মোফাজ্জল হোসেন(৬০),পিতা-মৃত কছিম উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী ১.মোঃ শাহিনুর রহমান(২৭),পিতা-মোঃ আনোয়ার হোসেন,সাং-জানগ্রাম,থানা-শিবগঞ্জ,জেলা-বগুড়াকে একটি শপিং ব্যাগে মোড়ানো রামদা সদৃশ দেশীয় অস্ত্র যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ১৫ইঞ্চি,বাটের দৈর্ঘ্য ৬.৫ ইঞ্চি,মধ্যভাগের প্রস্থ ৩ইঞ্চি যাহাতে কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ পরিমান দুইটি ছিদ্র আছে,যাহার এক পাশ ধারালো অপর পাশ ভোতা এবং অগ্রভাগ সুচালোসহ ০৮ই সেপ্টেম্বর-২২ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।

উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী বাদী হয়ে একখানা এজাহার দায়ে করে ১৮৭৮ সালের অস্ত্র আইনে আসামী ১.মোঃ শাহিনুর রহমান(২৭) এর বিরুদ্ধে নিয়মিত অস্ত্র মামলা দায়ের করা হয়। উক্ত আসামীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *