জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ৫নং সদর ইউনিয়নে ৩নংওয়ার্ডের,উত্তর কাজিয়াকান্দা গ্রামের,মৃত নওয়াব আলীর স্ত্রী মোছাঃ রাহেলা খাতুন।খুব কষ্টে যাচ্ছে দিন বিধবা ভিক্ষুক রাহেলা খাতুনের।তিনি জানান প্রাই ১৭ বছর ধরে বিধবা হয়েছেন,এখনো তার কপালে জুটেনি বিধবা কার্ড,এবং বয়স দীঘেও বলতে গেলে বয়স প্রাই ৬৭ বছর, এখনো তার ভাগ্যে জুটেনি বয়ঙ্ক ভাতার কার্ড, বিধবা রাহেলা খাতুনের ভিক্ষা বৃদ্ধি করে চলে তার সংসার, তিনি জানান এমনও দিন যায় খেয়ে না খেয়ে পরে থাকত হয় দিনের পর দিন ,এবং তিনি আরও জানান তার একটি পা নষ্ট ঠিক মত হাটতে পারে না,
তবুও জিবন যুদ্ধে মানুষের বাড়ি বাড়ি যেতে হয় শুধু এতিম দুটি শিশুর মুখে এক মুটো ভাত দেওয়ার জন্য,তার সংসারটা ছিলো খুব অভাবের।এবং ছেলের বউটা চিকিৎসার অভাবে মারা যায়, এবং রেখে যায় দুটি শিশু সন্তান, মা হারা সন্তান দুটিকে নিয়ে মানুষের দারে দারে গুড়তে হয় নষ্ট পা নিয়ে এক মোটু ভাতের আশায়, এবং ভিক্ষুক রাহেলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং ফুলপুরের জনপ্রতিনিধি সবার কাছে আশাবাদী উনার প্রতি একটু নজর দেওয়ার জন্য,এবং এতিম দুটি শিশুর একটা ব্যবস্থা করে দেন।এবং ভিক্ষুক রাহেলা খাতুন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা প্রতি আকুল আবেদন সে যেন একটা বিধবা কার্ডের ব্যবস্থা হয়।এবং তিনি এতিম শিশু দুটিকে নিয়ে চলতে পরে।