হোমনায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

মোঃহাসান স্টাফ রিপোর্টার হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে মোক্তার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোক্তার হোসেন হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ সদস্য মোক্তার হোসেন রাতে থানায় দায়িত্ব পালন করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হলে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, মোহাম্মদ মোক্তার হোসেনের বয়স ৩৮, কনস্টেবল নাম্বার ১৫০৮, বিপি ৮৪০৪০৯১৪৪৪। তার পিতা নাম মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া গ্রাম- তালতলা পোস্ট অফিস- ধনোগদা থানা মতলব উত্তর জেলা চাঁদপুর।

পুলিশ সদস্য মোক্তার হোসেনের আকস্মিক মৃত্যুতে হোমনা থানা পুলিশ গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *