গাইবান্ধা গোবিন্দগঞ্জে হঠাৎ বণ্য প্রাণী হনুমান লোকালয়ে।।। হঠাৎ বণ্য প্রাণী লোকালয়ে, কয়েক দিন ধরেই বড়

গাইবান্ধা গোবিন্দগঞ্জে হঠাৎ বণ্য প্রাণী হনুমান লোকালয়ে।।। হঠাৎ বণ্য প্রাণী লোকালয়ে, কয়েক দিন ধরেই বড়

আকারের হনুমান লোকালয়ে দেখা যাচ্ছে। কখনও মোবাইল টাওয়ারে,কখনও গাছে, কখনও ছাদে ঘোরাফেরা করছে। বণ্য প্রাণী হঠাৎ লকালয়ে চলে আসায় অনেকেই উৎসুক হয়ে দেখতে ভীড় করছেন, আবার যাদের বাড়ী ঘরের ছাদে অবস্থান করছেন তারা আছেন আতংকে।৫ অক্টবোর বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের শিববাটি মন্দির সংলগ্ন পাকুরেরর গাছে উঠলে পৌর এলাকার মানুষজনের নজরে আসে। এরপর গাছ বেয়ে নেমে নেমে আসেন,পাশের বট গাছে।বন্য প্রাণী লোকালয়ে নয়,সংরক্ষনের দাবী সচেতন মহলের।এছাড়াও উপজেলার কামারদহ ইউনিয়নের নয়া পাড়া মোবাইল টাওয়ার, গোবিন্দগঞ্জ ডাকবাংলো,গোবিন্দগঞ্জ গরুহাটিতে হনুমান, বানর চলাফেরা করতে দেখা যায়।এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রানী সম্পাদ কর্মকতা বেলাল হোসেন জানান,যেহেহু এই হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে,সেহেতু কেউ তাকে বিরক্ত না করলে আপনা- আপনি তার স্থানে ফিরে যাবে।সে ক্ষেত্রে সকলকে দুরুত্ব বজায়ে রেখে অবস্থান করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *