লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম এর নের্তৃত্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার জনৈক মোঃ আজিজুল হক কাজী এর বসতবাড়ী সামনে দইখাওয়া বাজার হইতে আমজোল লাল স্কুল গামী পাকা রাস্তার উপর থেকে মোঃ লেবু মিয়া (২৬), থানা- কালীগঞ্জ, জেলা–লালমনিরহাট এর হেফাজত হইতে ১০ (দশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একটি অটো ইজিবাইক উদ্ধার করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে।
উদ্ধারকারী অফিসার-এসআই/মোঃ শামসুল হক, এএসআই মোঃ ফারুক হোসেন হাতীবান্ধা থানা, লালমনিরহাট।কপি