ময়মনসিংহে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এমন দৃশ্যে মনটা পুলকিত হয়, শিহরণ জাগে

ময়মনসিংহে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এমন দৃশ্যে মনটা পুলকিত হয়, শিহরণ জাগে

স্টাফ রিপোর্টার; এম. সোহেল রানাঃ


প্রাণে। হৃদয়ে জাগ্রত হয় সুখের স্পন্দন। স্বপ্নে বিভোর হয় মন। নিজ সন্তানের মতোই যেন বেশি মায়া পড়ে গেছে প্রতিটি পৃষ্ঠায়। আর তাইতো যত্নের কোনো কমতি নেই, নেই কোনো অবহেলা। প্রতিনিয়ত স্বপ্নের দোলাচল দোলে হৃদয়ের পরতে পরতে। আর সেই চেতনায় উজ্জীবিত হয়ে

মঙ্গলবার (১১অক্টোবর-২২) সকাল ১০ঘটিকায় ময়মনসিংহ সদর থানার কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল সাহিত্য বিকাশে… “মোমেনশাহী দর্পন” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন লিলি।
মোঃ হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমিন, লুবনা, মিম, সুমাইয়া, সাদমান, রিজন, আছিফ, আহাদ, আপন, ইমন, হোসাইন, তাসিন, অনিক, মনির, স্বাধীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *