শরনখোলায় আল্লাহর ঘর নতুন মসজিদ শুভ উদ্বোধন, মাদ্রাসার এতিম ও অসহায় শিশু দেরসাথে শুভেচ্ছা বিনিময়।

শরনখোলায় আল্লাহর ঘর নতুন মসজিদ শুভ উদ্বোধন, মাদ্রাসার এতিম ও অসহায় শিশু দেরসাথে শুভেচ্ছা বিনিময়।

সত্যের খোঁজে আমরা
বাগেরহাট জেলা প্রতিনিধি শরনখোলা উপজেলা

রায়েন্দা পশ্চিম কদম তলা চার রাস্তায় খাইরুল শরিফ ইউ পি সদস্যর উদ্যোগে একটি নতুন আল্লাহর ঘর মসজিদ শুভ উদ্বোধন করেন ও কোরআনের হাফেজ ছোট শিশুদের সাথে

শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ্ব মোঃ আজমল হোসেন মুক্তা ভাই সভাপতি শরনখোলা উপজেলা
আওয়ামীলীগ চেয়ারম্যান ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ, নতুন মসজিদ টি নির্মাণ করায় এলাকার মুছল্লিরা খুব আনন্দিত


ঐই এলাকায় মসজিদ না থাকায় অনেক ধুরে নামাজ পরতে যেতে হতো এক বয়স্ক লোক বলেন আমি বুড়ো মানুষ নামাজ পড়ার জন্য অনেক ধরে যেতে কষ্ট হতো এখন কাছে মসজিদ হয়েছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়তে পরবো,

এলাকাবাসী আরো বলেন আলহাজ্ব মোঃ আজমল হোসেন মুক্তা ভাই কে আমরা সুখে দুঃখে বিপদে সব সময় কাছে পাই এবং এরকমের একজন ভাল মানুষ আমাদের জন্য আল্লাহর পক্ষ

থেকে নেয়ামত আলহামদুলিল্লাহ,চার রাস্তার পাশে একটি এতিম খানা মাদ্রাসার ছোট ছোট শিশুরা বলেন আমাদের মাদ্রাসাতে খাবার পানির ব্যবস্থা

ছিলনা এখন আমরা নিরাপদ খাবার পানি খেতে পারি মাদ্রাসাতে একটি পি এস এফ তৈরী করে দিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃআজমল

হোসেন মুক্তা ভাই, এলাকাবাসী আরও জানায় তিনি সব সময় মসজিদ মাদ্রাসা এতিমখানা ও গরিব অসহায় মানুষ কে নিজ অর্জিত অর্থ ধারা সাহায্য করে থাকেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *