ওয়ার্ডে (দৌলতখান রাস্তার মাথায়) একটি আলিশান অফিস নির্মান করে সাধাণ মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আমিনুল ইসলাম নামের এ বাটপার। এর
প্রতিবাদে আজ বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেণ ওই এলাকার জনগন। এসময় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, পক্ষীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার। এলাকা ঘুড়ে জানাগেছে, আমিনুল
নিজেকে কথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ তার অফিসটিকে মানবাধিকার আদালত বানিয়ে, নোটিশ জারি করে, বিচার কার্য পরিচালনা করে দুই পক্ষের থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তার
কাগজপত্র খতিয়ে দেখা গেছে, এটি একটি ভূয়া মানবাধিকার সংস্থা। অন্যদিকে সে এখানে বসে মনুষকে চাকুরি দেয়ার প্রলোভন, কন্ট্রাকে যৌন চিকিৎসা ও জিন চালান করে মানুষের মনের আশা পুরণসহ বিভিন্ন প্রতারণা করে এলাকার
সহজ সড়ল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এলাকার কয়েকজন যুবক এর প্রতিবাদ করতে গেলে, আমিনুল তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে রেখেছে। বর্তমানে সে
পাওনাদারদেরকে টাকা ফেরৎ না দিয়ে তাদেরকে মানবাধিকার ও সাংবাদিক পরিচয় দিয়ে হুমকির উপর রেখেছে। এ বিষয়ে আপনারা বিস্তারিত আরো জানবেন, টিভি ও পত্রিকার নিউজে………..