কলেজ থেকে বাড়ী ফেরা হলো না দুই বান্ধবীরএসএম জামালল, কুষ্টিয়া থেকে: কলেজ থেকে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থী যুঁথি ও

কলেজ থেকে বাড়ী ফেরা হলো না দুই বান্ধবীর
এসএম জামালল, কুষ্টিয়া থেকে: কলেজ থেকে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থী যুঁথি ও

রুশনার। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শহরতলী মঙ্গলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাস উল্টে ওই বাসের যাত্রী যুঁথি ও রুশনার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত শিক্ষার্থী রুশনা খাতুন (১৮) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের আব্দুল আজিজের কন্যা এবং কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। একই এলাকা এবং কলেজের অপর ছাত্রী যুঁথি খাতুন (১৮) জাহিদুল ইসলামের কন্যা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ ১১ -১৫০৩) নামের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক দ্বীপে তুলে দেয়। এসময় বাসের গতি বেশি থাকায় বাসটি রাস্তার উপরই উল্টে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধারকালে ঘটনাস্থল থেকে দুই কলেজ ছাত্রীর অচেতন এবং অপর একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজন ছাত্রীকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত অজ্ঞাত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি দেলোয়ার হোসেন খান জানান, যাত্রীবাহী বাস উল্টে দুই কলেজ ছাত্রীর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালের জরুরী বিভাগ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *