ভোলার পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি কামনা করছি……. আমিনুলের প্রতারণা থেকে রক্ষা পায়নি খোদ পুলিশ সদস্যও…..ভোলার

ভোলার পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি কামনা করছি……. আমিনুলের প্রতারণা থেকে রক্ষা পায়নি খোদ পুলিশ সদস্যও…..ভোলার

দৈনিক সত্যের খোঁজে আমরা

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমিনুল ইসলাম নামের এক প্রতারক দৌলতখান রাস্তার মাথায় একটি অফিস

নির্মান করে, নিজেকে মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ সাধারণ মানুষদের কাছ থেকে চাঁদাবাজী ও প্রতারণা করে আসছে। এর প্রতিবাদে গত ১১ অক্টোবর

দৌলতখান রাস্তার মাথায় এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই এলাকার বিক্ষুদ্ধ জনতা। উল্লেখ্য, আমিনুলের প্রতারণার হাত থেকে রক্ষা পায়নি বাঘের হাটের এক নারী পুলিশ

সদস্যও। আমিনুল সুমি আক্তার নামের এ পুলিশ সদস্যকে জিন চালান করে চিকিৎসা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। এ ব্যাপারে বিভিন্ন

গণমাধ্যমে আমাদের নিউজ প্রচার হলে, সে নিউজ দেখে বাঘের হাট থেকে আজ ভোলায় আসেন পুলিশ সদস্য সুমি আক্তার। এবং সুমি আজ দুপুরে ভোলার একটি পত্রিকা অফিসে আমিনুলের

বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেণ। সুতরাং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতারক

আমিনুলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য আপনার হস্তক্ষেপ কামনা করিছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *