বর-কনের বেশে বাইকে বসে হবু দম্পতি। চোখের পলকে তা উড়ে গেল গাড়ির উপর দিয়ে। আচমকা এমন দৃশ্য দেখলে বলিউড সিনেমার শুটিংয়ের
কথাই প্রথমে মনে আসে। তবে এ শুটিং কোনও সিনেমার জন্য নয়, শুভ বিবাহের জন্য। যাকে বলে
কিনা, প্রি-ওয়েডিং শুট। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।