জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা
বিলকিস আক্তার রুবি( ভ্রাম্যমান প্রতিনিধি)
গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, প্রবীণ রাজনীতিবীদ মেহনতি মানুষের বন্ধু জনাব হাজ্বী আদম আলী সাহেবের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, এই অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরেজমিনে গিয়ে খোজ নিয়ে জানা যায় হাজ্বী আদম আলী দীর্ঘ ৩৮ বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি এলাকায় একজন দানবীর হিসাবে পরিচিত। তিনি নিজস্ব অর্থায়নে নীজ এলাকায় ৩২ নং ওয়ার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় গাছা থানা গাজীপুর মহানগরে ২০০১ সালে তৈরি করেছেন,বায়তুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স ও খাজা মাঈনৃদ্দিন চিশতি(রঃ)নূরীয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। এছাড়াও ২০১১ সালে তৈরী করেন, মসজিদুন নবী মোহাম্মদ (সাঃ) কেন্দ্রীয় জামে মসজিদ ও বড়পীর আবদুল কাদির(রঃ) নূরীয়া ইসলামিয়া মাদ্রাসা। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি মোতাওয়াল্লী হিসাবে ন্যায় নীতির আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছে।হাজ্বী আদম আলী বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের এই অপপ্রচারে তিনি আরও একধাপ এগিয়ে যাবেন। এ বিষয়ে গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব হাজ্বী আদম আলীর সাথে সাক্ষাৎকালে তিনি জানান এই মিথ্যা ও বানোয়াট অপপ্রচার আমি বিচলিত নই। আমি দীর্ঘ ৩৮ বছর যাবৎ আওয়ামী লীগ রাজনীতির সক্রিয় সদস্য,আমি কখনো টাকার জন্য রাজনীতি অতীতে করি নাই, বর্তমানেও করি না আর ভবিষ্যতেও করবো না। আমি পৈতৃক সুত্রে যে সম্পদ পেয়েছি এতেই আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আর সব সময় আল্লাহর নিকট আমার একটাই প্রার্থনা আমি যেন মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি।আল্লাহ্ যেন আমাকে এই তৌফিক দান করেন- আমিন।