রংপুর পীরগঞ্জের হযরত আলী হত্যা মামলার আসামী গ্রেপ্তার(৭)

রংপুর পীরগঞ্জের হযরত আলী হত্যা মামলার আসামী গ্রেপ্তার(৭)


মাটি মামুনঃ

রংপুর পীরগঞ্জ থানাধীন ১৫ নং কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মৃত আঃ খালেক উদ্দিনের ছেলে হযরত আলী ২৪ নভেম্বর সকাল ০৯ ঘটিকার সময় বাড়ি হইতে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ হাটে গরু বিক্রয়ের উদ্দেশ্যে গরুসহ হাটে যায়।
গরু বিক্রয়ের পর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
গত ২৫ নভেম্বর দুপুর -১২ ঘটিকার সময় মৃত হযরতের বাড়ি হইতে অনুমান-৩ কিঃমিঃ দূরে ফাঁকা জায়গায় আজমপুর বাঁধের পশ্চিম পার্শ্বে উপরোক্ত স্থানে মৃত ব্যক্তির সন্ধান পেয়ে ৯৯৯ ফোন করিলে ঘটনা স্হলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠায়।
গত ২৫ নভেম্বর রাতে মৃত হযরতের ছেলে নওশাদ আলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা নং ৩৪/২২পীরগঞ্জ থানা পুলিশ বিলম্ব না করে রাতেই আসামীদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আাসামীরা হলেন ১। তারা মিয়া (৪২) পিতা মৃত নয়া মিয়া গ্রামঃ ঘনশ্যাম পুর ২।গোলাম রব্বানী(২৭) পিতাঃনুর মোহাম্মদ গ্রামঃ জামির বাড়ী ৩। রাজ্জাক (৫০) পিতাঃ নসির উদ্দিন গ্রামঃ গোপালপুর ৪। হযরত আলী (৩৮) ৫।রোস্তম আলী (৩৫) উভয়ের পিতাঃ মতিয়ার রহমান ৬। শাহালম সরকার (৫২) পিতাঃ উমর উদ্দিন উভয়ের গ্রামঃ গোপালপুর ৭। আনারুল ইসলাম (আনার) (৫০) পিতাঃ মফিজ গ্রামঃ ঘন শ্যামপুর উক্ত আসামীদের রংপুর জেল হাজতে প্রেরন করেন মর্মে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *