রংপুর সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির।

রংপুর সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির।

মাটি মামুনঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই নির্বাচন বর্জন করায় এবং দলের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানান রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওছার জামান বাবলা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুল ইসলাম বসুনীয়া আজাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাওছার জামান বাবলা বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম।
রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীবৃন্দের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচণ্ড চাপ দেয়া হচ্ছিল। কিন্তু জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচন বর্জন করায় এবং দলের পক্ষ থেকে অনুমতি প্রদান না করায় আমার পক্ষে নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
এজন্য আমি সম্মানিত ভোটদাতা জনগন এবং দলীয় নেতা-কর্মীদের কাছেগভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাতীয়বাদী দল বিএনপি মনে করে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে নির্দলীয়- নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।
বিএনপি আরও মনে করে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দল সমূহের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে নতুন উদ্যমে রাষ্ট্র মেরামতের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিএনপির নেতা-কর্মীদের নামে হাজার হাজার আজগুবি গায়েবী মামলা দিয়ে জেল-জুলুম হয়রানী নির্যাতন চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় দলীয় নির্দেশ মেনে নিয়ে আমি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত ঘোষণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *