ভোলা জেলা রুবেল ভাই
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কাছে স্টারিং টলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর সোহাগ (১৮) পিতা সাবদুল্লাহ গ্রাম চিথলিয়া মিরপুর নিহত হয়েছে। এসময় অপর আরোহী রিদয় (১৮) পিতা হান্ডু গ্রাম চিতুলিয়া থানা মিরপুর আহত হন। একটি সূত্র থেকে জানা যায় তারা দুজনেই এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা লং ড্রাইভে বের হয়েছিল।
খুবই দুঃখজনক /😂
মোঃপলাশ বিশ্বাস(🪐)