পেশা টা ছোট হলেও মনটা তার অনেক বড়। কোনদিন তার মুখ থেকে বেফাস কথাবার্তা বলতে শুনে নি । ওনার উপার্জনের টাকা খরচ করার বিষয়টা আমাকে মুগ্ধ করেছে। যে টাকা উপার্জন করে উনার সংসারের খরচের পরেও উনার অসহায় নিকট আত্মীয় কে সহায়তা করে থাকেন। উনার রিক্সাটা পুরাতন হলেও তার মনের লাজুকতা ছিল অনেক বিস্তীর্ণ । ক’দিন আগে আমার মেয়ে সাভার ক্যান্ট পাবলিক স্কুল থেকে জিপিএ -৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই উপলক্ষে মেয়ের আবদার ছিল বাইরে কোন রেস্টুরেন্টে সেই দিন খাবে । মেয়ের আবদারের বিষয়টি আমার ছোট্ট নাফি’র কানে পৌঁছা মাত্রই তার লাফালাফি শুরু হয়। আমার ম্যাডামের মৌন সম্মতি আমাকেও লাফাতে বাধ্য করে । যথারীতি ম্যাডাম সালাম ভাইকে ডাকলেন তার রিক্সা নিয়ে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া ছাড়াও ম্যাডাম কোথাও গেলে সালাম ভাইকেই সাথে নিয়ে যায় । আজকেও তার ব্যতিক্রম না । বিপত্তিটা হচ্ছে রেস্টুরেন্টের গেটে দাঁড়িয়ে থাকবে সালাম ভাই কিন্তু ভিতরে ঢুকবেন না । আমার স্ত্রী নাছোড়বান্দা। স্কুলে যাবেন আমার সাথে, বাজারে যাবেন আমার সাথে, রেস্টুরেন্টে ঢুকবেন না কেন ? আমার এবং আমার ছেলে-মেয়ের অনুরোধে শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে বাধ্য হলেন সালাম ভাই। আমি সালাম ভাইকে প্রশ্ন করলাম— সমস্যা কি ? আপনি কেন ঢুকতে ইতস্ত বোধ করেছিলেন । উনি উত্তরে বললেন,,,, আমি তো গরিব মানুষ । কোনদিন ঢুকি নাই, কে কি বলে ।।। তাই।
ভাবলাম
ধনে গরিব হলে সমস্যা নেই, মনে গরিব হলেই সমস্যা । পৃথিবীতে আমরা সবাই গরিব । ধনী হব তখনই, যখন মনটাকে বড় করতে পারবো । সুস্থ সুন্দর একটি বড় মন তৈরি করতে পারলে , আপনার পারিপার্শিকতা বদলে যেতে পারে। বদলে যেতে পারে সমাজ । সুন্দর হবে দেশ।
আসুন , বদলে যাই।
ভাবলাম
ধনে গরিব হলে সমস্যা নেই, মনে গরিব হলেই সমস্যা । পৃথিবীতে আমরা সবাই গরিব । ধনী হব তখনই, যখন মনটাকে বড় করতে পারবো । সুস্থ সুন্দর একটি বড় মন তৈরি করতে পারলে , আপনার পারিপার্শিকতা বদলে যেতে পারে। বদলে যেতে পারে সমাজ । সুন্দর হবে দেশ।
আসুন , বদলে যাই।