মোঃ রুবেল
ভোলার দৌলতখানে চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ড আপ ভ্যান জব্দ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) ভোর ৭টার দিকে তাদেরকে আটক করা হয়।
গরু মালিক চরপাতা ৭ নং ওয়ার্ডের আঃ রহিম জানান, আমার স্ত্রী ঘুম থেকে উঠে গরু না দেখে ডাক চিৎকার করলে মানুষজন চারিদিকে গরু খুঁজতে থাকে। এক পর্যায় দলিল উদ্দীন খায়ের হাট এলাকায় গরু জবাই করা অবস্থায় গরু পাওয়া পায়। তার পাশেই চোরাই কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি ছিলো। যার নং “ঢাকা মেট্রো-ন ১৩-৬৩১৯!
আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মোঃ সেলিমের ছেলে মোঃ রুবেল (২১) ও বাবুলের ছেলে মোঃ আমান (১৮)। এছাড়া এর সাথে সম্পৃক্ত সবুজ, কসাই রিপন সহ অজ্ঞাত আরো দুইজন পলাতক রয়েছে। তথ্যসূত্রে জানাযায়, সবুজ ও তার সাথে থাকা আরো দুইজন মিলে গরু চুরি করে এনে কসাই রিপনের কাছে বিক্রি করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।