ভোলা বাংলাবাজারের পশ্চিম পাশে দক্ষিণ দিঘলদী ১ নং ওয়ার্ড মৃত মহির উদ্দিন মাঝি

ভোলা বাংলাবাজারের পশ্চিম পাশে দক্ষিণ দিঘলদী ১ নং ওয়ার্ড মৃত মহির উদ্দিন মাঝি

বাড়ির নিকটে গভীর জঙ্গলে পাওয়া গেছে মুঘল আমলের পাঁচশত বছরের পুরনো একটি মাসজিদ!মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট আশেপাশের লোকদের থেকে জানা যায় মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ কে বা কাহারা তৈরি করেছে, কেউ জানে না। তবে এলাকার অনেকে বলেছেন এখানে একজন নিগাহ্বান বাস করতেন তিনি এই মসজিদটি তৈরি করেছেন (নিগাহ্বান মানে পাহারাদার) তিনি তৎকালীন সরকারি কোন অফিসের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন। তার মৃত্যুর পর এলাকায় জনবসতি না থাকায় মসজিদটি অনাবাদি হয়ে পড়ে এবং মসজিদটি জঙ্গলে ঘিরে ফেলে এবং লোক চোখের আড়াল হয়ে পড়ে দীর্ঘ কত বছর এভাবে ছিল তাও কেউ জানে না পরবর্তীতে লোকমান নামে অপরিচিত এক ব্যক্তি পাগল ভেসে চলাফেরা করতে সেমসজিদের মধ্যে কবর খনন করে কবরের মধ্যে থাকতো এবং আস্তে আস্তে মসজিদটি আবাদ করতো এভাবেই মসজিদটিআবাদ হয় এবং আজান একামতের মাধ্যমে নামাজ পড়া চালু হয় জনবসতি কম থাকায় এখন আযান ও চলে না জমাত ও হয় না। মসজিদটিতে আযান একামত ও জমাত কায়েম করা দরকার মুসলিম প্রদর্শিত এলাকায় মসজিদটি এভাবে পড়ে থাকা বড়ই পরিতাপ ও দুঃখের বিষয় এলাকার প্রতিনিধি ও সকল মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছিও দয়া করে মসজিদটিতে আজান ইকামত ও নামাজের জামাতের ব্যবস্থা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *